শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে: সারজিস আলম

অনলাইন ডেস্ক / ২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম বলেছেন, বিভিন্ন গণমাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার হলফনামায় তথ্যের গরমিলের কথা বলা হচ্ছে।

তিনি বলেন, “যেদিন আমাদের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়, আপনারা সকলেই সেখানে ছিলেন। সেখানে রিটার্নিং অফিসার ও মাননীয় জেলা প্রশাসক বলেছিলেন, যে হলফনামা আমরা দাখিল করেছিলাম, সেখানে আমাদের আয়কর রিটার্নসহ মেজর যে বিষয়গুলো ছিল, সবগুলোই ঠিক ছিল। বিধায় তিনি ওই মনোনয়নপত্রটিকে বৈধ ঘোষণা করেছিলেন। পাশাপাশি তিনি সেখানে সবার সামনে তা উল্লেখ করেছিলেন।”

বুধবার দুপুরে পঞ্চগড়ের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “আমাদের আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ তথ্যটির ক্ষেত্রে আমরা একটা মিসটেক করেছি, যেটা পরবর্তীতে আমরা বলেছি। আমাদের যিনি এডভোকেট, এই টাইপটি করেছিলেন, তার একটা টাইপিং মিসটেক ছিল। এই জায়গায় তার একটা অনিচ্ছাকৃত ভুল ছিল। যেখানে তার নয় লাখ টাকা লেখার কথা ছিল, সেখানে তিনি ২৮ লাখ টাকা লিখেছিলেন।”

তিনি বলেন, “এই অনিচ্ছাকৃত ভুলটাও কিন্তু সেদিন আমাদের জেলা প্রশাসক মহোদয় সেখানে উল্লেখ করেছিলেন। তিনি আমাদেরকে সেটি সংশোধন করে একটি সাপ্লিমেন্টারি হিসেবে নতুন করে ওই পাতাটি কিংবা হলফনামাটি আবার দিতে বলেছিলেন। পরে আমরা ওই পাতাটি, যেটা ভুল ছিল, সেটি দিয়েছি। এটা কিন্তু আইনগতভাবেই করা যায়।”

সারজিস আলম অভিযোগ করে বলেন, “সোশ্যাল মিডিয়ায় ইচ্ছাকৃতভাবে প্রপাগান্ডা চালানো হচ্ছে। আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, আমি নাকি ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করেছি।”

তিনি বলেন, “ওবায়দুল কাদেরের মতো যে একজন কালপ্রিট, যার অ্যাগেইনস্টে আমাদের লড়াই, আমাদের পেলে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবে—জুলাইয়ে যারা যোদ্ধা ছিল, তাদেরকে মারার জন্য যারা পরিকল্পনা করেছে—তাদের আমি সহযোগিতা করবো? অথচ জুলাইয়ের সামনের সারি থেকেই আমরা নেতৃত্ব দিয়েছি। আমরা এনে কি তাকে পার করাতে সহযোগিতা করেছি? মনগড়া কথারও একটা লিমিট থাকে। এই ধরনের কথার বিন্দুমাত্র কোনো বিশ্বাসযোগ্যতা নেই।”

সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের সমালোচনা করে সারজিস আলম বলেন, “তিনি যা করবেন, তাই করে পার পেয়ে যাবেন—এটা হতে পারে না। তার মন চাইলো সোশ্যাল মিডিয়ায় যা-তা পোস্ট করে দিল, মানুষকে বিভ্রান্ত করলো, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না—এটা হতে পারে না।”

তিনি আরও বলেন, “আমরা মনে করি, এই ধরনের যারা আছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে যারা মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য চরিতার্থ করছে এবং মানুষের সম্মানহানি করছে, তাদের শুধু সোশ্যাল মিডিয়ার পেজ বা অ্যাকাউন্ট বন্ধ নয়—দেশে বা বিদেশে যেখানেই থাকুক—তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

সংবাদ সম্মেলনে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...