বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

কমলগঞ্জে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

রিপোর্টারের নাম: / ৩৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২


অনলাইন ডেস্ক নিউজ :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ  কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার(৪ ডিসেম্বর) সকাল১০টায় উপজেলার ভানুগাছ সরকারি খাদ্য গোদাম প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চলতি মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুমি দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়,ভানুগাছ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএস,ডি) আজিজুর রহমান, খাদ্য পরিদর্শক আশীষ কুমার রায়, শমশেরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এল,এস,ডি) ইসমাম ইবনে খতীব, মিল মালিক কানু চন্দ্র দেব প্রমুখ।

চলতি মৌসুমে উপজেলায় অভ্যন্তরীন আমন ধান প্রতি কেজি ৩৩ টাকা দরে ১০৬০ মেট্টিক টন ও সিদ্ধ চাল প্রতি কেজি ৪৭ টাকা ও আতব চাল ৪৬ টাকা দরে ১৪৭৭ মেট্টিক টন ক্রয় করা হবে। এবার কমলগঞ্জের দুটি গুদামে মোট  ১০৬০ মেট্রিক টন ধান ও ১৪৭৭ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।


আরো সংবাদ পড়ুন...