শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

জকিগঞ্জে প্রবাসী ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ – ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে

ষ্টাফ রিপোর্টার: / ৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ মে, ২০২৪

জকিগঞ্জ উপজেলার সুপরিচিত ব্যবসায়ী মোহাম্মদ জালাল উদ্দিন ও তার ভাই বেলাল আহমেদ বিরুদ্ধে ২১ এপ্রিল ২০২৪ তারিখে টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা হয়েছে বলে জানা যায়। এ মামলাটি দায়ের করেছেন বারঠাকুরী ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী এবং এ মামলায় অভিযোগ করা হয়েছে যে জালাল উদ্দিন ও তার ভাই ব্যবসা প্রসারের নাম করে টাকা ধার নিয়ে তা এর ফেরত দেননি। এ মামলা ঘিরে এলাকাতে ব্যাপক চাঞ্চল্যের তৈরী হয়েছে।

আইনজীবী ও পারিবারিক সূত্র জানিয়েছে, এই মামলা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, যা পূর্বের শত্রুতার জের ধরে দায়ের করা হয়েছে। এ ব্যাপারে মোহাম্মদ জালাল উদ্দিন কানাডা থেকে জানান, এই মামলা আমার প্রাক্তন পার্টনার জহির আহমেদ এর নির্দেশে তার কাজিন চেয়ারম্যান মহসিন এই মামলা দায়ের করেছেন যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তিনি আরো জানান মামলায় উল্লেখিত তারিখ এ তিনি দেশেই ছিলেন না।
উল্লেখ যে, জহির আহমেদ চৌধুরীর এর সাথে আগে থেকেই বিরোধ চলে আসছিলো জালাল উদ্দিন এর সাথে। এই মামলার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জালাল উদ্দিন এর বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েছে বলে জানান নিকট আত্মীয় এবং প্রতিবেশীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, পূর্ব শত্রুতা এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে ক্ষমতাসীনদের প্রভাব খাটিয়ে এই মামলা দায়ের করা হয়েছে, যা ন্যায়বিচার ও আইনের শাসনের জন্য বড় ধরনের হুমকি।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার সত্যতা নিশ্চিত করেন। ইউপি চেয়ারম্যান মহসিন মুর্তজার ফোনে ফোন দিলেও তিনি ফোন ধরেননি।


আরো সংবাদ পড়ুন...