জাল নোট চক্র দমনে সীমান্তে অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে বিজিবি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকায় সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় জাল নোট পাচার ও ব্যবহার রোধে আভিযানিক কার্যক্রম আরও তীব্র করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাল নোট প্রতিরোধে বিজিবির অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সীমান্ত এলাকায় সন্দেহজনক কার্যকলাপ দেখলে বিজিবিকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।