শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

জাল নোট প্রতিরোধে সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি

অনলাইন ডেস্ক / ১৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

জাল নোট চক্র দমনে সীমান্তে অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে বিজিবি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকায় সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় জাল নোট পাচার ও ব্যবহার রোধে আভিযানিক কার্যক্রম আরও তীব্র করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাল নোট প্রতিরোধে বিজিবির অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সীমান্ত এলাকায় সন্দেহজনক কার্যকলাপ দেখলে বিজিবিকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...