শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

‘বিএনপি ক্ষমতায় এলে শিক্ষিত ভাইদের বেকার সমস্যা দূর করা হবে’

অনলাইন ডেস্ক / ৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এমপি পদপ্রার্থী শাহ্ নাওয়াজ বলেছেন, আসছে নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের শিক্ষিত বেকারদের সমস্যা দূর করা হবে। দল তাঁকে চাক বা না চাক- মরণ পর্যন্ত তিনি ধানের শীষের পক্ষে থাকবেন।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন।

শাহ্ নাওয়াজ বলেন, দেশে অগণিত শিক্ষিত বেকার রয়েছে- দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে এসব শিক্ষিত ভাইদের বেকার সমস্যা সমাধান করা হবে।

তিনি বলেন, এ হাতিয়াতে তাঁর বাবা মাওলানা আব্দুল হাই(আব্দুল হাই চেয়ারম্যান) ও সাবেক প্রতিমন্ত্রী আমিরুল ইসলাম কালামসহ পাঁচ-সাতজন লোক বিএনপিকে প্রতিষ্ঠিত করেছে। যার ফলশ্রুতিতে তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাতিয়ার নেতা আমিরুল ইসলাম কালামকে প্রতিমন্ত্রী বানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকায় থেকে ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে বলেন, শেখ হাসিনার অপশাসন, জুলুম-নির্যাতন ও দমনপীড়নে মানুষ তখন অস্বস্তিতে ছিল; ভয়ে রাস্তায় বের হতো না ঠিক তখনো তিনি রাজপথে সক্রিয় ভূমিকায় ছিলেন।

তিনি বলেন, হাতিয়ার মাটিতে তাঁর জন্ম, এর আলোবাতাসে তিনি বড় হয়েছেন। এ দ্বীপের মানুষ তাঁর আত্মার আত্মীয়। তাই এ অঞ্চলের মানুষের শান্তি ও উন্নয়নে তিনি অংশীদার হবেন। যাতায়াত এবং নদী ভাঙগন রোধে ব্লক বাঁধ নির্মাণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। এজন্য হাতিয়ার মানুষের আন্তিক ভালবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এসময় জাহাজমারা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

এর আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল স্লোগান দিতে দিতে ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচিতে যোগ দেয়।


আরো সংবাদ পড়ুন...