আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) সংসদীয় আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এরমধ্যে বড়লেখা উপজেলায় ছয়জন এবং জুড়ী উপজেলায় একজন সংসদ সদস্যপ্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
সোমবার (২৯ ডিসেম্বর) পৃথকভাবে প্রার্থীরা সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন—বিএনপির নাসির উদ্দিন আহমদ মিঠু, জামায়াতের মাওলানা আমিনুল ইসলাম, জামায়াতের শরিক দল খেলাফত মজলিসের লোকমান আহমদ, জাতীয় পার্টির আহমদ রিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ, গণঅধিকার পরিষদের মো. আব্দুন নূর তালুকদার ও গণফ্রন্টের মো. শরিফুল ইসলাম।