মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় স্থানীয় প্রভাবশালীরা জনৈতিক পরিবারের বিরুদ্ধে একজন ব্যবসায়ীকে ডেকে নিয়ে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী জাকি শাহরিয়া চৌধুরীর পরিবারের সদস্যরা জানান, গত ১৯ অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী সংসদ সদস্য আবদুস শহিদ ও তার ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল–এর অনুসারীদের হাতে তিনি ওই দিন গুরুতর ভাবে আহত হন।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ১৮ অক্টোবর রাতে দোকান বন্ধ করার আগে দুই যুবক তার দোকানে এসে নিজেদের এমপি শহিদের লোক পরিচয়ে তাকে রাতেই এমপির সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার জন্য চাপ দেয়। তবে তিনি বিষয়টি নিয়ে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতাদের সাথে আলোচনা করে পরে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন।
পরদিন দুপুরে ৫-৬জন লোক তার ব্যবসা প্রতিষ্ঠান চৌধুরী টেলিকম থেকে তাকে জোরপূর্বক তুলে এমপি শাহিদের বাসভবনে নিয়ে যায়। সেখানে এমপি শহিদ ও তার কুখ্যাত ভাই বুলবুল উপস্থিত ছিলেন। সেখানে বুলবুল তাকে থাপ্পড় দিয়ে আগের দিন না আসার কারণ জানতে চান। এসময় জাকি শাহরিয়াকে শহিদ আগামী জাতীয় নির্বাচনে তার প্রার্থিতার পক্ষে ব্যবসায়ী সমিতির নামে একটি বিবৃতি দিতে চাপ সৃষ্টি করেন।
জাকি শাহরিয়া জানান, তিনি একক ভাবে বিবৃতি দিতে অপারগতা প্রকাশ করলে বুলবুল ও তার সহযোগীরা তার উপর বেধড়ক হামলা চালায়। জাকি শাহরিয়া মারাত্মকভাবে আহত হলে একপর্যায়ে তারা হামলা বন্ধ করে। তবে তারা এই ঘটনা মিডিয়া বা কোনো সরকারি সংস্থাকে না জানাতে সতর্ক করে দেয়। পরে আহত অবস্থায় তাকে নিকটবর্তী একটি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়।
গত ২০ অক্টোবর তিনি শ্রীমঙ্গল থানায় একটি জিডি করতে গেলে পুলিশ তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।
জাকি শাহরিয়া দাবি করেন, এমপি শহিদ ও তার ভাইয়ের প্রভাব, তাদের দলীয় ক্যাডারদের বেআইনি কর্মকাণ্ড এবং পুলিশের পক্ষপাতমূলক আচরণের কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এব্যাপারে স্থানীয় থানায় যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।