সিলেট কোতোয়ালি এলাকায় বিধবা আনোয়ারা বেগমকে মিথ্যা জমি সংক্রান্ত প্রতারণার মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। মামলাটি বিগত ২২ এপ্রিল রুজু করেছেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর এবং আওয়ামী লীগ এর প্রভাবশালী নেতা জনাব মোঃ মুজিবুর রহমান। মামলায় উল্লেখ করা হয় যে, আনোয়ারা বেগম অগ্রিম টাকা নিয়েও জমি রেজিস্ট্রি করে দেননি অভিযোগকারীকে।
এ মামলার ব্যাপারে কানাডা থেকে আনোয়ারা বেগম এর মেয়ে জেরিন ফৌজিয়া জানান, তাদের সাথে দীঘদিনের বিরোধ সিলেট এর প্রভাবশালী নেতা মোস্তাক আহমেদ পলাশ এর সাথে এবং বাড়িতে হামলার অভিযোগে মামলাও করেছেন তারা এই নেতার বিরুদ্ধে। এবং এতেই ক্ষিপ্ত হয়ে পলাশ তার কাজিন ওয়ার্ড কাউন্সিলর মুজিবুর রহমান কে দিয়ে এই পাল্টা মামলা করেছেন।
আনোয়ারা বেগম এর আইনজীবী মোঃ আশরাফুল আলম মামলাটিকে ভিত্তিহীন এবং আইনি প্রক্রিয়ার অপব্যবহার বলে নিন্দা করেছেন। তিনি বলেছেন, এটি আমার মক্কেলকে ভয় দেখানো এবং আগে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার উদ্দেশ্যেই করা হয়েছে। আমার মক্কেল আনোয়ারা বেগম এর সন্তানরা সবাই দেশের বাইরে থাকেন এর এই সুযোগে তার সমস্ত সম্পত্তি কুক্ষিগত করতে নানান ষড়যন্ত্র করে আসছিলো এই পলাশ। যার প্রমান এই মামলা, কারণ আমার মক্কেল আনোয়ারা বেগম এই সময় দেশেই ছিলেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিবেশী জানান, আনোয়ারা বেগমএকজন অসহায় বৃদ্ধা যিনি স্বামীর মৃত্যুর পর অনেক কষ্ট করে দেশে থাকতেন। পলাশ এবং তার গুন্ডা বাহিনীর তার উপর নানান ভাবে হুমকি ধামকি এবং নির্যাতন করেছে। এ ব্যাপারে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সাহায্য চেয়েও তারা কোনো সাহায্য পাননি বলে জানান তিনি।
এ মামলার ব্যাপারে মুজিবুর রহমানকে কয়েকবার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার সত্যতা নিশ্চিত করেন।