বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক / ৩৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রিজার্ভ ফরেস্টের লাউয়াছড়ায় রেল লাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার (২৫শে অক্টোবর) বিকেল সাড়ে ৫টার পর থেকে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


শ্রীমঙ্গল স্টেশনে পাহাড়িকা এক্সপ্রেস, সাতগাঁও স্টেশনে কালনী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এগুলো সিলেটগামী আন্তঃনগর ট্রেন।


তবে স্থানীয়রা জানান যে, বিকেলে লাউয়াছড়া এলাকায় ঘণ্টাখানেক ঝড়-বৃষ্টি হয়। এসময় বনের মাঝে রেল লাইনের ওপর গাছ পড়ে এতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তাই দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রী সাধারণরা।


ভানুগাছ স্টেশন মাস্টার বলেন, ‘ঝড়ে কারণে কমলগঞ্জ -শ্রীমঙ্গলের মাঝে লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেল লাইনের ওপর কয়েকটি গাছের মাথা ভেঙে পড়ে। এতে বিকেল থেকে সারাদেশের সঙ্গে সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।


তিনি আরও বলেন যে, গাছ অপসারণে কাজ চলছে। শিগগিরই সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হবে। উদ্ধার টিম বনের ভেতরে রয়েছে। পাহাড়ের ভিতরে নেটওয়ার্কিং সমস্যার কারণে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।


আরো সংবাদ পড়ুন...