শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সিলেটে ফের চোখ রা ঙা চ্ছে যে ভাইরাস

অনলাইন ডেস্ক / ৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

বর্ষা মওসুম শেষ। শরৎ শেষ হয়ে এখন হেমন্তও শেষের পথে। কিন্তু তবু শেষ হচ্ছে ডেঙ্গু মওসুমের, যেনো মওসুমী এ ভাইরাসটি এখন সারা বছরের ভাইরাসে রূপ নিচ্ছে।

মাঝে সিলেট বিভাগের জন্য স্বস্তির একদিন শেষে আবার সংক্রমনের খবর আসতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ডেঙ্গু সংক্রমনের খবর পাওয়া গেছে ৩ জনের।

বুধবার (১০ ডিসেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সিলেট বিভাগে ডেঙ্গুতে কেউ আক্রান্ত হন নি। তবে আজ আবার ৩ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে।

এই তিনজনকে নিয়ে সিলেট বিভাগে চলতি ডিসেম্বরে মোট ডেঙ্গু আক্রান্ত হলেন ২৬ জন, গড় সংক্রমনের হার প্রায় ৩ জন।

এ বছর সিলেট বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ৫০৮ জন।

বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫ জন। তাদের মধ্যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৬জন।

এ বছর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

২০২৫ সালের জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত সিলেট জেলায় ৮২, সুনামগঞ্জে ৮৩, মৌলভীবাজারে ৯৮ ও হবিগঞ্জে ২৪৫ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে।


আরো সংবাদ পড়ুন...