শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সিলেটে যতো মাদক জ*ব্দ করেছে মহানগর পুলিশ

অনলাইন ডেস্ক / ১০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

সিলেট মহানগর পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে তারা কিছুটা সফলও বলা যায়। গত এক মাসে তারা সর্বনাশা ১ হাজার ৭শ’ ৩০ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়েছে।

রবিবার (২ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাইফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, অক্টোবর মাসে নগরীর বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে ইয়াবা ছাড়াও ৪ কেজি ২২০ গ্রাম গাঁজা, ৭১৩ বোতল বিদেশী মদ, ১৪৫ লিটার চোলাই মদ ও ২১ বোতল ফেন্সিডিল জব্দ করতে সক্ষম হয় মহানগর পুলিশ।

এসব বিক্রি ও সেবনের দায়ে মোট ৬৩টি জনকে আটক করা হয়েছিল বলেও জানান এসএমপির গণমাধ্যম কর্মকর্তা।


আরো সংবাদ পড়ুন...