শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

স্কাউটসের পদে থেকে বিএনপিতে যোগদান স্নিগ্ধের, ‘বেআইনি’ বলছে সংগঠন

অনলাইন ডেস্ক / ৭১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ যোগ দিয়েছেন বিএনপিতে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকায় এই ঘটনাকে ‘বেআইনি ও নজিরবিহীন’ বলছে স্কাউট সদস্যরা।

বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার ও এশিয়া-প্যাসিফিক রিজিওন (এপিআর) স্কাউট কমিটির সদ্য নির্বাচিত সদস্য মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ মঙ্গলবার রাতে বিএনপিতে যোগ দেন। গুলশানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে সদস্য ফরম পূরণ করে জমা দেন তিনি। এ সময় ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।

স্কাউটসের সদস্যরা বলছেন, দায়িত্বে থাকা অবস্থায় রাজনৈতিক দলে যোগদান সংগঠনের নীতিবিরুদ্ধ ও অগ্রহণযোগ্য। স্কাউট নেটওয়ার্ক ফেসবুক পেজের এক পোস্টে অভিযোগ করা হয়েছে, স্নিগ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থেকেও স্কাউট কার্যক্রম চালিয়ে যাচ্ছেন—যা সংগঠনের সংবিধান অনুযায়ী ‘সম্পূর্ণ বেআইনি’।

অভিযোগে বলা হয়েছে, তিনি ‘ডিসিএনসি’ নামে একটি নতুন পদ তৈরি করে ক্ষমতার অপব্যবহার করছেন এবং মতানৈক্য পোষণকারীদের বিরুদ্ধে পুলিশি হয়রানির আশ্রয় নিচ্ছেন। এমনকি যারা তার রাজনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করছেন না, তাদের বহিষ্কারের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্কাউট নেটওয়ার্ক বাংলাদেশের এক প্রতিনিধির দাবি, স্নিগ্ধর অনুসারীরা বিরোধী মতের সদস্যদের ভয়ভীতি দেখাচ্ছেন এবং পুলিশি হয়রানির চেষ্টা করছেন।

বিশ্ব স্কাউট সংস্থার (ডব্লিউওএসএম) নীতিমালা অনুযায়ী, স্কাউট আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। কোনো সদস্য বা সংগঠন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে না।

বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. শামসুল হক বলেন, ‘স্কাউট সদস্য পোষাক পরে বা দায়িত্বে থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া সম্পূর্ণ বেআইনি। যদি কেউ রাজনীতিতে যুক্ত হন, তাকে স্বেচ্ছায় সংগঠন থেকে অব্যাহতি নিতে হবে।‘

অভিযোগের বিষয়ে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

তবে বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে স্নিগ্ধ লেখেন, ‘জুলাইয়ের পর থেকে তরুণদের মধ্যে নতুন বাংলাদেশের যে জোয়ার উঠেছে, তার অংশ হিসেবে আমি রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি যত দায়িত্ব পালন করেছি, তা সততা ও নিষ্ঠার সঙ্গে করেছি। যদি অভিযোগ থাকে, তা প্রমাণসহ উপস্থাপন করুন।’

সিগ্ধ লেখেন, ‘নতুন বাংলাদেশে সবাই মিলে গঠনমূলক পরিবর্তনের সংস্কার করতে পারলেই সেটাই হবে প্রকৃত অর্জন।’


আরো সংবাদ পড়ুন...