গোলাপগঞ্জ এর বিশিষ্ট জুয়েলারী ব্যবসায়ী আফসার উদ্দিন চৌধুরীকে মিথ্যা মানহানির মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। উক্ত মামলাটি গোলাপগঞ্জে উপজেলা আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক জনাব ইমতিয়াজ আলী বাদী হয়ে বিগত ১৫ মে সিলেট জেলা জজ কোর্ট এ রুজু করেছেন বলে জানা যায়।
এই মামলায় ইমতিয়াজ আলী দাবি করেছেন যে, আফসার উদ্দিন চৌধুরী ও তার ছেলে নাঈম আহমদ চৌধুরী সহ অজ্ঞাতনামা ৩-৪ মিলে সমাজে তার মানহানি করেছেন। এ মামলায় ইমতিয়াজ আলী উল্লেখ করেন তার ভাই ইউনিয়ন কাউন্সিল মেম্বার এবং উপজিলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব ইসমাইল আলীকেও নানান ভাবে কটূক্তি এবং মানহানিকর বক্তব্য দিয়েছেন মামলার আসামীবৃন্দ।
এ ব্যাপার এ কানাডা থেকে নাইম আহমেদ চৌধুরী জানান, এটি একটি মিথ্যা এবং বানোয়াট মামলা। মামলার উল্লেখিত তারিখে তিনি দেশেই ছিলেন না। তিনি বলেন, ইমতিয়াজ আলী এর ভাতিজা ছাত্রলীগ নেতা জাকির হোসেন তার বোন সাহারাতুল আম্বিয়াকে নানান ভাবে হেনস্থা এবং লাঞ্চিত করে আসছিলো। যার প্রেক্ষিতে তার বাবা জাকির এর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন এবং এতেই ক্ষিপ্ত হয়ে তারা এই পাল্টা মামলা করেছেন।
তিনি আরো বলেন, দেশে থাকাকালীন সময় জাকির এবং তার বাবা তাকে নানান ভাবে হেনস্থা এবং নির্যাতন করেছেন। এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে আক্রমন করে জাকির এবং তার গুন্ডাবাহিনী। এতে পুলিশ এর কোনো সাহায্য পাননি এবং তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হন।
এ মামলা নিয়ে এলাকাতে ব্যাপক সমালোচনা এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিবেশী জানান, জাকির হোসেন এবং তার বাবা ইসমাইল আলী এলাকাতে নানান অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত। তাদের অব্যাহত নির্যাতনের মুখে নাইম এবং তার বোনসহ সমস্ত পরিবার এখন এলাকাতে থাকতে পারছেন না। এই মামলা তাদেরকে হেনস্থা এবং পুলিশি নির্যাতন করার উদ্দেশেই করা হয়েছে যাতে তারা এলাকাতে আসতে না পারে।
এ ব্যাপারে কথা বলার জন্য ইমতিয়াজ আলী এবং তার ভাই ইসমাইল আলীকে কয়েকবার ফোন দিলেও তারা কথা বলতে রাজী হননি। সংশ্লিষ্ট থানার কর্মকর্তা মামলার সত্যতা নিশ্চিত করেন।