শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

শান্তিগঞ্জ উপজেলার প্রবাসী কর্মী বিরুদ্ধে মিথ্যা মামলা, এলাকাবাসীর তীব্র প্রতিক্রিয়া

ষ্টাফ রিপোর্টার: / ২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪

শান্তিগঞ্জ উপজেলার গ্রীস প্রবাসী মোঃ রাহিক মিয়া এবং তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় কৃষক লীগ নেতার বিরুদ্ধে।এই প্রতারনার মামলাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মামলাটি বিগত ১২ মার্চ ২০২৪ সালে সুনামগঞ্জ জেলা জজ কোর্ট এ দায়ের করেন কৃষক লীগ এর প্রভাবশালী নেতা আনিসুল হক। এ মামলায় উল্লেখ করা হয়, জনাব রাহিক তার মার্কেট এর দোকান বিক্রির নাম করে টাকা অগ্রিম নিয়েছেন কিন্তু তিনি দোকান এর পসিশন দেননি।

এ ব্যাপারে জনাব রাহিক কানাডা থেকে জানান, এটি একটি মিথ্যা এবং বানোয়াট মামলা। দোকান বিক্রির অগ্রিম টাকা প্রশ্নই আসে না কারণ মামলায় উলেখিত তারিখ এ আমি বাংলাদেশেই ছিলাম না। তিনি আরো জানান, আনিসুল হকের ভাতিজা আবু তাহের নীরব তার স্ত্রীকে নানান ভাবে হেনস্থা এবং লাঞ্চিত করেছে দেশে থাকাকালীন সময়। এ ঘটনায় একটি নারী নির্যাতন মামলাও করেছেন নীরব এর বিরুদ্ধে এবং এতেই ক্ষিপ্ত হয়ে এই পাল্টা মামলা বলে জানান তিনি। মামলা করার কারনে তাকেও আক্রমন করে আহত করা হয়েছে বলে জানান রাহিক।

স্থানীয় এক বাসিন্দা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, স্থানীয় ছাত্রলীগ নেতা আবু তাহের নীরব ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে হয়রানি করে আসছে। রাহিক মিয়া বিদেশে থাকার সুযোগে নীরব রাজনৈতিক প্রভাব খাটিয়ে শামীমাকে নানান কুপ্রস্তাব দেয় এতে রাজি না হওয়ায় তাকে নানান ভাবে হেনস্থা ও নির্যাতন করা হয়।
এই মামলার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

এ মামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি মামলার বাদী আনিসুল হক। সংশ্লিষ্ট থানার কর্মকর্তা মামলার সত্যতা নিশ্চিত করেন।


আরো সংবাদ পড়ুন...