শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

ইসকন নিষিদ্ধের দাবিতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ভারতীয় কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ইসকন বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজ শেষে কলেজের কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে মিছিলটি সাইন্সল্যাব মোড় প্রদক্ষিণ করে কলেজের সামনে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা স্লোগান দেন ‘আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই’, ‘মুক্তিযুদ্ধের বাংলায় ইসকনের ঠাঁই নাই’, ২৪ এর বাংলায় ইসকনের ঠাঁই নাই’, ‘ইসকন তুই জঙ্গি স্বৈরাচারের সঙ্গী’, ‘ইসকন গুম করে প্রশাসন কী করে’, ‘ব্যান ব্যান ব্যান করো ইসকন নিষিদ্ধ করো’।

এসময় শিক্ষার্থীরা বলেন, আপনারা দেখতে পেয়েছেন কীভাবে ইসকন সন্ত্রাসী গোষ্ঠী আমাদের ভাই এ্যাডভোকেট আলিফকে নির্মমভাবে হত্যা করেছে। আপনারা আরো দেখতে পেয়েছেন গাজীপুরে আমাদের বোন আশামনিকে নির্মমভাবে নির্যাতন করেছে, তাকে ধর্ষণ করা হয়েছে। গত ২১ অক্টোবর গাজীপুরের টঙ্গী মসজিদের খতিব মুহিব্বুল্লাহ ফয়েজী সাহেবকে গুম করেছে এবং পরে তাকে পঞ্চগড় সীমান্তে ফেলে রাখা হয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষে থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিক্ষোভকারীরা বলেন, আধিপত্যবাদী কোনো শক্তিকে বাংলাদেশে আর কোনো জায়গা দেবো না। আপনারা মিডিয়াগুলোতে দেখবেন ইসকন কর্তৃক বাংলাদেশে কী নির্মমভাবে তাদের নিজের লোকদেরকে পর্যন্ত ধর্ষণ করেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ইসকনের সন্ত্রাসীরা গুম-খুন, হত্যা-নির্যাতন, ধর্ষণসহ এমন কোনো অপরাধ নেই যা তারা করেনি।

শিক্ষার্থীরা বলেন, আমরা আজকের সমাবেশ থেকে দাবি জানাই অতি দ্রুত এই ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। ইসকনের কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না, হবে না। এ দেশের সাধারণ জনতা জুলাইয়ে যেভাবে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিল, ঠিক একইভাবে ইসকনকে যদি নিষিদ্ধ ঘোষণা না করা হয় তাহলে জনগণ রাজপথে তার সঠিক জবাব দিয়ে দেবে ইনশাআল্লাহ।


আরো সংবাদ পড়ুন...