শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

ধর্মেন্দ্রর মৃত্যুতে শচীন-কোহলি কী বললেন

রিপোর্টারের নাম: / ৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

বলিউডের প্রখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। সোমবার ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ‘হি-ম্যান’। কিছুদিন শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন থাকার পর ১২ নভেম্বর তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। তখন পরিবার জানায়, তাঁর অবস্থা স্থিতিশীল।

আগামী ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন উপলক্ষে পরিবার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু জন্মদিনের আগে হঠাৎই থেমে গেল তাঁর জীবনযাত্রা। বলিউডের আকাশে আরেকটি উজ্জ্বল নক্ষত্রের আলো নিভে গেল। ধর্মেন্দ্রর মৃত্যুতে ক্রিকেট মহলেও শোকের ছায়া নেমে এসেছে। 

সাবেক ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক আবেগঘন বার্তায় বলেন, তিনি ছোটবেলা থেকেই ধর্মেন্দ্রকে পছন্দ করতেন। পরে সরাসরি দেখা হলে অভিনেতার প্রাণবন্ত ব্যক্তিত্ব ও উষ্ণ আচরণ তাঁকে আরও মুগ্ধ করে।

শচীন লিখেছেন, “তিনি আমাকে বলতেন, ‘তুমকো দেখাকর এক কিলো খুন বাধ জাতা হ্যায় মেরা।’ তাঁর এনার্জি ও ভালোবাসা সংক্রমণের মতো ছিল। আজ তাঁর মৃত্যুতে মনে হচ্ছে আমার যেন ‘১০ কিলো রক্ত কমে গেছে’। তাঁকে খুব মিস করব।”

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলিও সম্মান জানিয়ে লেখেন, “ভারতীয় সিনেমার এক কিংবদন্তিকে আমরা হারালাম। তাঁর প্রতিভা ও ব্যক্তিত্ব অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছে। পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।”


আরো সংবাদ পড়ুন...