শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

বড়লেখায় ছাত্রলীগ নেতার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজ ছাত্রীকে হামলা-হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: / ২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৭ মার্চ, ২০২২

মৌলভীবাজার জেলার বড়লেখায় এক কলেজছাত্রী ও তার পরিবারের ওপর ভয়ংকর হামলা ও হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবার দাবি করেছে, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বড়লেখা উপজেলা ছাত্রলীগের নেতা রাসেল আহমেদ তার অনুসারীদের দিয়ে একের পর এক হুমকি, মানসিক নির্যাতন ও সরাসরি হামলা চালিয়েছেন।

ভুক্তভোগী তাহমিদা তানজিমের পরিবারের সদস্যরা জানান, ২০২১ সালের ১৫ ডিসেম্বর রাসেল আহমেদ তাহমিদাকে মোবাইলে কল দিয়ে বলেন, “তুমি অনেক সাহসী মেয়ে। আমি রাজনীতি করি, আমার জীবনে তোমার মতো সাহসী মেয়ে দরকার।” এরপর থেকে রাসেল একাধিকবার প্রেমের প্রস্তাব ও অশালীন কথাবার্তা দিয়ে তাহমিদাকে বিরক্ত করতে থাকেন।

২০২২ সালের ২৩ জানুয়ারি রাসেল হুমকিসহকারে জানায়, সে তার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে, রাজি না হলে তাকে জোর করে তুলে নিয়ে যাবে। এ ঘটনায় পরিবারে চরম আতঙ্কের সৃষ্টি হয়।

সর্বশেষ, ৬ মার্চ ২০২২ সন্ধ্যায় ৭-৮ জন যুবক, যাদের মধ্যে ছাত্রলীগ কর্মী সায়েবুর রহমান, সাইফ উদ্দিন ও রেহান উদ্দিন ছিল, তিনটি মোটরসাইকেলে করে তাহমিদার বিয়ানীবাজারের নানাবাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে সাক্ষাৎ করে রাসেল আহমেদের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পেশ করে। তাহমিদার বাবা স্পষ্টভাবে প্রস্তাব প্রত্যাখ্যান করলে তারা ক্ষুব্ধ হয়ে ফিরে যান।

কিছুক্ষণ পর রাসেল নিজেই তাহমিদার বাবাকে ফোন করে হুমকি দেন—“তোমরা বড় ভুল করেছো। এর শাস্তি তোমাদের পেতেই হবে। আমি লোকজন নিয়ে এসে তোমাকে হত্যা করব এবং মেয়েকে জোর করে নিয়ে যাব।”

এ ঘটনার পরপরই পরিবারটি গভীর নিরাপত্তাহীনতায় পড়ে যায়। রাতের অন্ধকারে তারা বিয়ানীবাজার ত্যাগ করে আত্মগোপনে চলে যান সিলেট শহরের বাগবাড়ি এলাকার এক আত্মীয়ের বাড়িতে। সেখানে তাহমিদা তার মোবাইল নম্বর পরিবর্তন করে আরও গোপন অবস্থানে চলে যান।

বর্তমানে তাহমিদা তানজিম ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন।

এই ঘটনার ব্যাপারে স্থানীয় থানায় যোগাযোগ করা হলে কর্মকর্তারা কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।


আরো সংবাদ পড়ুন...