শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় সরকার বিরোধী আন্দোলনে নিহতের মামলায় নিরীহ মানুষকে ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নবীনগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: / ৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই-আগস্ট মাসের সরকারবিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের করা মামলায় পুলিশের বিরুদ্ধে নিরীহ মানুষকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। একই সঙ্গে আসামিদের পরিবার থেকে বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, প্রকৃত অপরাধীদের আড়াল করতে এবং নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেই পুলিশ এ ধরনের কৌশল গ্রহণ করছে।

নবীনগর থানার এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “ভিকটিমের পরিবারই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে। যথাযথ তদন্ত করা হবে এবং যদি কেউ নির্দোষ প্রমাণিত হয়, তাহলে তাকে মামলা থেকে বাদ দেওয়া হবে।”

তবে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...