শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি নয়নতারার

অনলাইন ডেস্ক / ৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫

দক্ষিণী চলচ্চিত্রের ‘লেডি সুপারস্টার’ খ্যাতি পাওয়া অভিনেত্রী নয়নতারা ২০ বছর ধরে রাজত্ব করছেন। গত দুই দশকে চলচ্চিত্র ক্যারিয়ারে ধারাবাহিকভাবে বক্স অফিসে হিট ছবি উপহার দিয়ে আসছেন। সেই সঙ্গে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে নিজেকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তিনি। তামিল, তেলেগু, মালয়ালম কিংবা কন্নড়- সব ভাষার চলচ্চিত্রেই অভিনয় করেছেন তিনি। গতানুগতিক নায়িকার মতো শুরু করে ক্রমেই কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছেন এই অভিনেত্রী। সবশেষ শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমায় অভিনয় করে গোটা ভারতজুড়ে নতুন করে আলোচনায় এসেছেন। এবার নতুন একটি তেলেগু ছবির জন্য বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি করে সংবাদের শিরোনাম হয়েছেন এই তারকা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়াগ্লিটজ অনুসারে, আসন্ন তেলেগু ছবিতে মেগাস্টার চিরঞ্জীবীর বিপরীতে নয়নতারাকে প্রধান নারী চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গেছে, এই চরিত্রে অভিনয়ের জন্য ১৮ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন এ ‘লেডি সুপারস্টার’। এই দাবি সিনেমা সংশ্লিষ্টদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে এবং গুঞ্জন অনুযায়ী প্রযোজনা প্রতিষ্ঠান এই অঙ্কটি কমানোর জন্য আলোচনাও শুরু করেছেন। তবে যদি নয়নতারার কথামতোই চুক্তিটি সম্পন্ন হয়, তাহলে এটি নয়নতারার ক্যারিয়ারের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হবে।

বর্তমানে ভারতীয় সিনেমায় অভিনেত্রীদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া প্রতি ছবিতে সর্বোচ্চ ৩০ কোটি টাকা আয় করে শীর্ষস্থানে রয়েছেন। তার পরেই রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং কঙ্গনা রানাওয়াত। এ দুজন চলচ্চিত্র হিসেবে ১৫ থেকে ৩০ কোটি রুপি নিয়ে থাকেন।

এখন নয়নতারা যদি তার দাবিকৃত পারিশ্রমিক পেয়ে যান তাহলে এই তালিকায় চতুর্থ স্থানে উঠে আসবেন তিনি। এর আগে আর কনো দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রী এত বড় অঙ্কের পারিশ্রমিক নেননি। তাই যদি চিরঞ্জীবীর ছবির পারিশ্রমিক ১৮ কোটি টাকা চূড়ান্ত হয়, তাহলে নয়নতারা আনুষ্ঠানিকভাবে ভারতের চতুর্থ সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হিসেবে স্থান পাবেন। এখন দেখার পালা, নয়নতারার পারিশ্রমিক শেষ পর্যন্ত কত অঙ্কে গিয়ে পৌঁছায়।


আরো সংবাদ পড়ুন...